অনেকে ভাবে কেন আমি রেগুলার ভিডিও করি না বা প্রতিদিন লাইফ আপডেট দিই না। আসলে আমি শুধু ভিডিও মেকার নই আমি একজন রিসার্চার, একজন লাইফটাইম লার্নার।
প্রতিদিন নতুন কিছু শিখি, পড়ি, এক্সপ্লোর করি। কিন্তু সবকিছুই সাথে সাথে শেয়ার করি না। আমি চাই শেখা জিনিসগুলো একটু ম্যাচিউর হোক। তারপর যদি মনে হয় এগুলো সত্যিই ইমপ্যাক্ট তৈরি করতে পারে, তখন হয়তো কনটেন্ট বানাই কিন্তু সেটাও গ্যারান্টি নয়।
আগে বানানো ভিসা-রিলেটেড ভিডিওগুলো এখনও অনেকে দেখে, এজন্য আমি কৃতজ্ঞ। তবে আমি এক বিষয়ের ভেতর সীমাবদ্ধ থাকতে চাই না। আমার উদ্দেশ্য শুধু কনটেন্ট বানানো নয় বরং শেখা, পরিবর্তন আনা এবং একটুখানি হলেও পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করা।
আমার পারসোনাল ব্লগ সাইট আছে আপনারা চাইলে পড়তে পারেন (ইংরেজিতে): https://blog.robinmehdee.com/