একসময় অফিসে আনিসকে ডাকা হতো ভিলুকআপ, স্প্রেডশিট ক্লিনআপ, লার্জ ডেটা সেট গোছানো ইত্যাদি বোরিং কাজের জন্য। আনিস কয়েকদিন বসে করত, তারপর মাথায় শয়তান ঢুকত। পাইথন, নোড, মেক, জ্যাপিয়ার যা লাগে তাই দিয়ে বানাতো অটোমেশন। যে কাজ করতে তিন ঘণ্টা লাগত, সেটা হয়ে যেত পাঁচ মিনিটে। এখন কী অবস্থা জানেন? AI চাকরি খাইয়া দেয়ার ভয়ে এখন কেউ আনিসের কাছে আসে না। নিজেরাই দিন রাত মেহনত করছে। 😏 _ আপনার কি আনিসের মতো অভিজ্ঞতা আছে? আপনার মতামত কি এই বিষয়ে?