অনেকে ভাবে কেন আমি রেগুলার ভিডিও করি না বা প্রতিদিন লাইফ আপডেট দিই না। আসলে আমি শুধু ভিডিও মেকার নই আমি একজন রিসার্চার, একজন লাইফটাইম লার্নার। প্রতিদিন নতুন কিছু শিখি, পড়ি, এক্সপ্লোর করি। কিন্তু সবকিছুই সাথে সাথে শেয়ার করি না। আমি চাই শেখা জিনিসগুলো একটু ম্যাচিউর হোক। তারপর যদি মনে হয় এগুলো সত্যিই ইমপ্যাক্ট তৈরি করতে পারে, তখন হয়তো কনটেন্ট বানাই কিন্তু সেটাও গ্যারান্টি নয়। আগে বানানো ভিসা-রিলেটেড ভিডিওগুলো এখনও অনেকে দেখে, এজন্য আমি কৃতজ্ঞ। তবে আমি এক বিষয়ের ভেতর সীমাবদ্ধ থাকতে চাই না। আমার উদ্দেশ্য শুধু কনটেন্ট বানানো নয় বরং শেখা, পরিবর্তন আনা এবং একটুখানি হলেও পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করা। আমার পারসোনাল ব্লগ সাইট আছে আপনারা চাইলে পড়তে পারেন (ইংরেজিতে): https://blog.robinmehdee.com/
আপনাকে যদি H-1B ভিসাতে হায়ার করা হয় বছরে $90,000 স্যালারিতে, তাহলে এমপ্লয়ারের মোট খরচ দাঁড়াবে প্রায় $190,000। কারণ বেতনের পাশাপাশি সরকারকে দিতে হবে $100,000 ফি। 👉 এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে নতুন H1-B আবেদনকারী এবং যারা রিনিউ/এক্সটেনশন করতে চান তাদের জন্য।
Hamza, my boy; this world is broken, and people are often unkind. But I will be your shelter, for as long as I breathe.
$250 সিকিউরিটি ডিপোসিট হিসেবে দিতে হবে অন টপ অফ রেগুলার US non-immigrant ভিসা ফি। দেশে ঠিকঠাক ফেরত আসলে রিফান্ড দেয়া হবে।
দেখেছি অনেকে "আমেরিকায় ঘুরে এসেছে" বিষয়টা সেল করে নিজের দালালি ব্যবসার মার্কেটিং করতে। দেখেছি US নাগরিক কিন্তু ফ্রিতে তথ্য দিচ্ছে।
বৃষ্টির শব্দ শুনলে মানুষের মস্তিষ্কে সেরোটোনিন বাড়ে, তাই বৃষ্টি অনেকের কাছে শান্তি বা ঘুম আনার মতো অনুভূতি দেয়। আমিও এই সাউন্ড ছেড়ে ঘুমাই।
সঠিক প্রশ্নই তোমাকে আলাদা করে তুলবে, কারণ উত্তর খুঁজে পায় সবাই, কিন্তু প্রশ্ন খুঁজে পায় অল্প কয়েকজন।
দেখলাম হারিকেন Erin আসছে শুনে বাংলাদেশের অনেকেই দোয়া-দরুদ, সূরা পড়ে শেয়ার করছে “আমেরিকা ধ্ব* হবে।” জানেন তো করো ক্ষতি চাইলে সেটা ঘুরে নিজের উপর পরে? এভাবেই চলছে।
Search engine এখন মানুষকে দেখে, শুধু ওয়েবসাইট না। কে লিখেছে, কেন লিখেছে, কতদিন লিখছে সব কিছু! ২০২৬ SEO: Build trust, not just traffic.
পারপ্লেক্সিটি নাকি গুগল ক্রোম কিনে নেয়ার প্রপোজ করেছে। সার্চ ranking, algorithm এমনকি মানুষের বেসিক ইন্টারনেট ব্যবহার বদলে যাওয়ার সময় এসেছে। হোয়াট এবাউট SEO?
গেমে যেমন জুম করলে একসময় পিক্সেল শেষ হয়ে যায়, তেমনি বাস্তবতারও এক সীমা আছে Planck Length. এর নিচে আর কোনো তথ্য নেই। Life is a simulation。
আমি মর্মাহত। তবে একটা জিনিস ভেবে দেখলাম দেশের সবকিছুই এক ঢাকার মধ্যে ঢোকানো হয়েছে। প্লেন চালানোর ট্রেইনিং সেটাও ঢাকায়। ডি-সেন্ট্রালাইজ করা না হলে অন্য কোনোদিন অন্যরকম ঘটনা ঘটবে。
দুই ধরনের মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: ১. যে তাবিজ বিক্রি করে। ২. যে তাবিজ কিনে ভাগ্য বদলাতে না পেরে এখন তাবিজ বিক্রি করে।
ধরেন কোডে বাগ খুঁজে পেলেন। সেটাকে ফিক্স করলেন। তারপর দেখেন পুরা এপ্লিকেশন ডাউন। তখন বুঝবেন ওই বাগ আসলে আপনার বন্ধু ছিলো। ব্রিং হিম ব্যাক。